শ্রমিকদের অধিকার, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে সরকারি ও বিভিন্ন নীতি নির্ধারণী মহলের সাথে লবি অ্যাডভোকেসীর জন্য ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘তৈরি পোশাক শ্রমিকের অধিকার বাস্তবায়নের নীতি নির্ধারণের উদ্যোগ (পিআইডব্লিউআর)’।
রোববার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই ঘোষণা দেন ‘তৈরি পোশাক শ্রমিকের অধিকার বাস্তবায়নের নীতি নির্ধারণের উদ্যোগ’- এর নেতারা।
এ সময় পিআইডব্লিউআর-এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।
যেখানে বলা হয়, পিআইডব্লিউআর মূলত প্রাথমিকভাবে যেসব ইস্যু/বিষয় নিয়ে কাজ করবে সেগুলো হলো- শ্রম আইন ও বিধিমালার সংশোধন ও আইএলও কনভেনশন ১৯০ এর অনুসমর্থন।
এছাড়াও পিআইডব্লিউআর অগ্রাধিকার ভিত্তিতে আরও কিছু বিষয় নিয়েও কাজ করবে। সেগুলো হলো-নিম্নতম মজুরি, আইএলও রোডম্যাপের বাস্তবায়ন, আইএলও কনভেনশন ১০২ এর অনুসমর্থন, শিশুশ্রম নিরসন (সেক্টর/শিল্প ভিত্তিক), শ্রমিক পেনশন স্কীম বাস্তবায়ন সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে নিম্ন আয়ের।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের সভাপতি জেড.এম. কামরুল আনাম, বাংলাদেশ এ্যাপারেল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্ট অ্যান্ড টেইলার্স, ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মো. শহীদুল্লাহ বাদল, গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌস, বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর আবুল কালাম আজাদ, একতা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু।