‘মেয়েরা আমাকে পাত্তাই দিত না’

লেখক:
প্রকাশ: ৭ years ago

কখনও বাজিরাও, কখনও খলজি, আবার কখনও রিকি বহেল, তার অভিনয়ে বুঁদ হয়ে থাকেন ভক্ত-দর্শকরা। পর্দায় তার দিক থেকে চোখ ফেরানো যায় না যেন। তাই তরুণী ভক্তরাও রণবীর সিং বলতে অজ্ঞান।

শুধু অভিনেতা রণবীর নয়, প্রেমিক রণবীরও বাস করেন তরুণীদের মনে। আর রণবীর-দীপিকা পাডুকোনের প্রেম তো বলিউড দর্শকদের সবচেয়ে মুখরোচক আলোচনা। অভিনেতা রণবীর ও মানুষ রণবীর সব মিলিয়ে এবারও তাই ‘মোস্ট ডিজায়রেবল ম্যান’ হয়েছেন। এর আগে ২০১৫ সালেও এই খেতাব জিতেছিলেন তিনি।

কিন্তু এসবের পরেও রণবীর জানিয়েছেন, মেয়েরা নাকি এক সময় তাকে পাত্তাই দিতেন না। তবে তা যে বেশ অনেক বছর আগের কথা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, নবম শ্রেণি পর্যন্ত আমি বেশ স্থূলকায় ছিলাম। ভেতর ভেতরে এখনও আমি ওই মোটা বাচ্চাটাই রয়ে গেছি, যে মেয়েদের কাছে কোনো পাত্তা পেত না।

রণবীরের মতে, ওই সময়গুলোই তাকে আজকের রণবীর সিং হতে সাহায্য করেছে। তাই সারাজীবন এমনই থেকে যেতে চান তিনি। নিজের কৃতিত্বে এত দূর এসেও পা মাটিকেই আছে রণবীরের। বলেন, নিজেকে সব চেয়ে সুন্দর নায়ক দাবি করি না। কিন্তু সব থেকে ডিজায়রেবল হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।