মেরিনড্রাইভ সড়কে দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন

লেখক:
প্রকাশ: ৭ years ago

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক নারীর। শুক্রবার বিকালে মেরিনড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়ার দ্রুতগামী সিএনজি-মাহিন্দ্র মুখোমুখি সংর্ঘষে ডান পা হারায় গৃহকর্মী জেসমিন আক্তার।

সে টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়া মৃত আবদুর শুক্কুরের স্ত্রী। এ ঘটনায় শিশুসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ জানায়, বিকেলে বাহারছড়া এলাকায়  সিএনজি-মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী জেসমিন আক্তারের পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পা হারানো জেসমিন আক্তারের ভাই সৈয়দুল আমিন বলেন, আমার বোন বাহারছড়ায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এমন সময় কক্সবাবার থেকে আসা দ্রুতগতির মাহিন্দ্রা গাড়িটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় আমার বোনের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধার তাকে করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

টেকনাফ বাহারছড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক কাঞ্চান কান্তি দাস বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর ডা পা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনার পর গাড়ি দুটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।