 
                                            
                                                                                            
                                        
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ইন্তেকাল করা হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। মৃতের ওয়ারিশরা ঢাকায় হজ অফিসের পরিচালক বরাবর আবেদন সাপেক্ষে মৃতদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সংগ্রহ করতে পারবেন।
হজ অফিস ঢাকা সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের মধ্যে ১৫২জন মারা যান। তাদের মধ্যে ১৩১জন হজযাত্রী ও হাজির পাসপোর্ট ও মৃত্যুসনদ পাওয়া গেছে। তাদের নামের তালিকা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পাসপোর্ট ও মৃত্যুসনদ পাওয়ার জন্য আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ইস্যুকৃত ওয়ারিশান সার্টিফিকেট, ওয়ারিশদের মধ্যে যিনি আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (পরিচয়পত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে) ঢাকার হজ অফিসে জমা দিতে হবে।
মৃত হাজিদের বিস্তারিত তথ্য দেখুন এখানে।