মিনা এওয়ার্ড পেলেন বরিশালের সন্তান যমুনা টেলিভিশনের সাংবাদিক রেজা

লেখক:
প্রকাশ: ৬ years ago

ইউনিসেফের ১৪তম মীনা মিডিয়া এওয়ার্ড জিতেছেন বরিশালের কৃতি সন্তান যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা ও ভিডিওগ্রাফার বায়েজিদ ইসলাম পলিন। টাঙ্গাইলের পতিতপল্লীর যৌনকর্মী শিশুদের বেড়ে উঠা নিয়ে ছিল এই প্রতিবেদন। শিশুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য অনেক বছর ধরে ইউনিসেফ মিনা মিডিয়া এওয়ার্ড দিয়ে আসছে।

সমাজসিদ্ধ পরিচয় নেই তাদের, জীবনটাই শুরু হয় যুদ্ধ দিয়ে। যৌনকর্মীদের এমন শিশুদের কথা তুলে ধরে যমুনা টেলিভিশন। এবার ১৪তম মীনা মিডিয়া এওয়ার্ড পেয়েছে এই প্রতিবেদন।

বিশ্ব শিশু দিবস ঘিরে ইউনিসেফ-এর মীনা এওয়ার্ডে প্রদান অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের ৫০ জন সাংবাদিককে পুরস্কার দেয়া হয়।

শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অনেক। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই প্রতিবেদন করেছেন বলে জানান, পুরস্কারপ্রাপ্তরা।

শিশুদের চিন্তা-চেতনার পরিধি বাড়াতে গণমাধ্যমকে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করার তাগিদ দেন আয়োজকরা।

শিশুদের অধিকার ও সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে ওঠা ও নিরাপত্তার জন্য কাজ করে চলেছে ইউনিসেফ।