রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, রাজধানী বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৯৭ জনকে আটক করা হয়েছে। এসময় সময় ৩ হাজার ৩২৮ পিস ইয়াবা, ৩৬৫ গ্রাম পুরিয়া হেরোইন, ৮২০ গ্রাম পুরিয়া গাঁজা ও ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে গতকাল (বৃহস্পতিবার) মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজারীবাগ থানাধীন ঝাউচর, বালুর মাঠ ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩১ জনকে আটক করা হয়।
এ সময় ৩১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।