ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইলিশ মাছ খাওয়ার দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে মমতাকে উদ্দেশ্যে করে শেখ হাসিনা বলেন, ‘দিদি, ইলিশ মাছ আছে।
আসেন, খাওয়াব। ’
এদিন, যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা রেলপথে বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ভিডিও কনফারেন্সে মমতা ব্যানার্জিও উপস্থিত ছিলেন।
নতুন এই ট্রেন চালুর মাধ্যমে দুই দেশের জনগণ লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে তিনি বলেন, বন্ধন শুধু দুই দেশের রেলের নয়, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন সৃষ্টি করে সার্বিক উন্নয়নের দিকে এদিয়ে নিয়ে যাবে।
এসময় নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। মমতার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘দিদি, ইলিশ মাছ আছে। আসেন, খাওয়াব। ’
এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতোই সম্পর্ক থাকা দরকার।
বন্ধন এক্সপ্রেস ও ননস্টপ মৈত্রী এক্সপ্রেস চালুর মাধ্যমে যাত্রীদের সুবিধা হবে বলে জানান তিনি।