ভোলায় এক স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলার ১১ দিন পর মূল আসামি মহব্বত হোসেন অপুকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ মে) ভোরে সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপু স্থানীয় মানিক হাওলাদের ছেলে। তিনি ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পুলিশের জিজ্ঞাসাবাদে এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে সে।
দুপুরের দিকে ভোলার পুলিশ সুপার (এসপি) মো. মোকতার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
প্রেম ঘটিত কারণে এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটে জানিয়ে পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে অপু পুলিশকে জানিয়েছেন, কিছুদিন আগে স্কুলছাত্রী তাজিন আক্তার মালার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। পরে সে জানতে পারে মালার সঙ্গে এক বছর আগে থেকে আরও দু’টি ছেলের সম্পর্ক রয়েছে। এনিয়ে উভয়ের মধ্য বাকবিতণ্ডা হলে দু’জনের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর মালা দুঃখ প্রকাশ করে আবারও অপুর সঙ্গে প্রেমে জড়ায়। এক পর্যায়ে মালার একাধিক প্রেম নিয়ে মানুষিকভাবে ভেঙে পড়ে। পরে অপু মালাকে এসিড নিক্ষেপ করে।
তথ্য প্রযুক্তির মাধ্যমে ও তদন্ত করেই পুলিশ মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
গত ১৪ মে গভীর রাতে নিজ করে ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রী তাজিন আক্তার মালারকে লক্ষ্য করে জানালা দিয়ে এসিড ছুড়ে মারে অপু। এ ঘটনায় মালা ও তার বোন মারজিয়া দগ্ধ হয়।
এসিড নিক্ষেপের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৪(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার।