ভোলায় স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৪ years ago

ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার বাড়ি সদর উপজেলার ভেদুরীয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায়।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৫ জনে। আজ বুধবার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, আক্রান্ত ওই ব্যক্তি হোম আইসোলেশনে রয়েছে। পাশাপাশি তার বাড়ি লকডাউন করা হয়েছে।

 

 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন।

সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে সুস্থ ৮ জন। দৌলতখানে আক্রান্ত ৩ জনের মধ্যে সুস্থ ১ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৫ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ১ জন। চরফ্যাশনে আক্রান্ত ১৩ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ৬ এবং তজুমদ্দিন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

 

 

আক্রান্তদের মধ্যে ১৩ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

 

 

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৫১৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ১ হাজার ৮২১ জনের। এর মধ্যে ১ হাজার ৭৪৬ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৭৫ জনের পজেটিভ আসে।