ভোলায় করোনায় আক্রান্ত,ডাক্তার এডভোকেট মৃত্যু দুইজনের

লেখক:
প্রকাশ: ৪ years ago

ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা আমির হোসেন নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে বরিশাল হাসপাতালে মারা যাওয়া পর শুক্রবার তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

 

ভোলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত সোমবার (১ জুন) চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নের ওই বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সকালে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

 

ভোলায় তাকেসহ আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চরফ্যাশনে ২ জন ডাক্তার ও ভোলা সদরে একজন এডভোকেট ও ভোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের এক কর্মী রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এ ছাড়া মোট মৃতের সংখ্যা ২ জন। এ ছাড়া এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ জন।