ভোলার ইলিশায় বেড়িবাঁধ দখলমুক্তে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লেখক:
প্রকাশ: ৪ years ago

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় যানজট নিরসন ও বেড়িবাঁধ দখলমুক্ত করতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে বেড়িবাঁধের শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় সহকারী কমিশনার আবু আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন ফারুক, ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও মিজানুর রহমান জানান, সকাল ৮টায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে ১১টায় শেষ হয়েছে। তিন ঘণ্টার এ অভিযানে ফেরিঘাট এবং বাঁধের উপরে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।