 
                                            
                                                                                            
                                        
ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে দুইশো পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ০৭নং গৌরীপুর ইউনিয়নের তেওয়ারীপুর গ্রামের মন্নান তালুকদারের ছেলে মাহাবুব (৩১) তালুকদার বলে জানা গেছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে দুইশো পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।