ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান

লেখক:
প্রকাশ: ৬ years ago

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) দুর্নীতি সংক্রান্ত এক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের এই অভিযানে অংশ নেন সহকারী পরিচালক সুমিত্রা সেন ও উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালামসহ পুলিশ সদস্যরা।

অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের প্রধান সমন্বয়ক দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ চৌধুরী বলেন, অভিযানকালে দেখা যায়, দালালরা সাব-রেজিস্ট্রি অফিসগুলো নিয়ন্ত্রণ করছে। দুদক টিমের উপস্থিতি দেখে তারা পালিয়ে গেলেও দুজন দালালকে হাতেনাতে ধরতে সক্ষম হয় দুদক টিম।

এরপর ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের কাছে তাদের হস্তান্তর করা হয়। দুজনকেই এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

তিনি বলেন, ‘ভূমি রেজিস্ট্রেশনকে ঘিরে দুর্নীতি চক্রের বলয় ভেঙে দিতে দুদক নিয়মিত অভিযান চালাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সচেতন হতে হবে।’