 
                                            
                                                                                            
                                        
পাপ্পু সাহা : উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী
শেঠীর নারায়ণা হেলথের তথ্যসেবা কেন্দ্র এখন খুলনায়। খুলনা
সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আছে নারায়ণা
তথ্যসেবা কেন্দ্র। নারায়ণা হেলথের অনেক গুলো হাসপাতাল ভারতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যেখানে সব বিভাগের স্পেশালিষ্ট ডাক্তাররা যথাযথ
চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
নারায়ণা হেলথ ভারতের
বিভিন্ন অঞ্চলে হওয়ার কারনে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের রোগীদের
জন্য এক বিশেষ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। খুব অল্প সময়ে
বাংলাদেশ থেকে যে সব রোগীরা সেখানে যেয়ে চিকিৎসা গ্রহণ
করতে ইচ্ছুক, তারা যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
রোগীদের সব ধরনের চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সাহায্যের জন্য
খুলনা সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আছে নারায়ণা
তথ্যসেবা কেন্দ্র। এই তথ্যকেন্দ্রে ভিসা ইনভাইটেশন লেটার থেকে
শুরু করে ডাক্তার এপয়েন্টমেন্ট পর্যন্ত সবকিছুই বিনামূল্যে করে
দেয়া হয়। নারায়ণা হেলথের যেকোনো ধরণের তথ্য জানতে ও সেবা
গ্রহণ করতে হলে ০১৯৮৯৯৯৫০৪৫ এবং ০১৯৮৯৯৯৫০৪৬ এই নাম্বারে
কল করেও সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও ভারতের যেকোনো স্থানের হোটেল বুকিং এবং এয়ার
টিকেট ও ট্রেনের টিকেট কাটার ক্ষেত্রেও সহযোগীতা করা হয়।