ব‌রিশাল বো‌র্ডে জি‌পিএ-৫ পাঁচ হাজার ৫৬৮ জন

লেখক:
প্রকাশ: ৪ years ago

ব‌রিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক শিক্ষাবা‌র্ডে এইসএসসি পরীক্ষার ফলাফ‌লে পা‌সের হার শতভাগ। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন।

পরীক্ষা‌বিহীন ফলাফল পে‌য়ে খুব একটা খু‌শি নয় তুলনামূলক ভা‌লো মা‌নের শিক্ষার্থীরা। এ‌দি‌কে শিক্ষা‌বিদরা বল‌ছে প্যান্ডা‌মি‌কের কার‌ণে সরকা‌র এ সিদ্ধান্ত গ্রহণ ক‌রে‌ছে, যা মে‌নে নি‌য়েছে সবাই।

শ‌নিবার (৩০জানুয়ারি) বেলা পৌ‌নে ১১ টায় ব‌রিশাল শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবা‌দিক‌দের হা‌তে পরীক্ষার ফলাফল তু‌লে দেন। প্রাপ্ত ফলাফ‌লে দেখা গে‌ছে পরীক্ষায় অংশগ্রহ‌ণের জন্য আ‌বেদন ক‌রেছি‌লো ৬৮ হাজার ৯২০ জন। এর ম‌ধ্যে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন। গতবার জি‌পিএ-৫ ছি‌লো এক হাজার ২০১ জন। আর ২০১৮ সা‌লে ৬৭০ জন। গতবা‌রের থে‌কে এবারে জি‌পিএ-৫ এর সংখ্যা চার হাজার ৬৬৭টি বে‌শি।

এ ব্যাপা‌রে বরিশাল শিক্ষা‌বো‌র্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বাংলানিউজকে ব‌লেন, এবা‌রের ফলাফ‌লে কেউ হতাশ হ‌বে না ব‌লে আশা রা‌খি। তারপর ফলাফ‌লের ব্যাপা‌রে কা‌রো আপ‌ত্তি থাক‌লে টেলিট‌কের মাধ্য‌মে রি‌ভিউ করার সু‌যোগ আ‌ছে সাতদি‌নের ম‌ধ্যে। এর আ‌গে পুনঃনিরীক্ষণের জন্য প্র‌তি সাব‌জে‌ক্টে টাকা লাগতো, এবারে মোট ১২৫ টাকায় তা হ‌য়ে যাব।

এ‌দিকে শিক্ষার্থীরা বলছে পরীক্ষা‌বিহীন রেজাল্ট তা‌দের‌কে আন‌ন্দিত কর‌তে পা‌রে‌নি খুব একটা। এ‌তে যথাযথ মূল্যায়ন হয় না।