১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে এ ঘটনায় মামলাও হয়। ওই মামলায় বৃহস্পতিবার যোধপুর আদালত দোষী সাব্যস্ত করেন সালমান খানকে, দেন পাঁচ বছরের কারাদণ্ড।
আর এ ঘটনায় বড় ক্ষতির মুখে পড়েছেন বলিউডের বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালক। কারণ সালমান খান তাদের ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন। তার পাঁচ বছর কারাদণ্ড হওয়ায় অনিশ্চয়তায় পড়ল ছবিগুলোর শুটিং ও মুক্তি।
চলতি বছর ঈদে মুক্তি পাওয়ার কথা সালমান খান অভিনীত ‘রেস থ্রি’। অন্যদিকে অতুল অগ্নিহোত্রীর ‘ভারত’ এবং আলি আব্বাস জাফরের ‘কিটি’-তেও রয়েছেন সালমান। টিভি শো ‘দশ কা দম’, ‘বিগ বস ১২’-এর সঞ্চালনাতে না দেখা যেতে পারে সালমানকে। সব মিলিয়ে পরিচালক-প্রযোজকরা প্রায় ৫০০ কোটি রুপি ক্ষতির মুখে পড়েছেন বলে জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।