ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ব্যবসায়ী পেশায় নাম লেখালেন। গেল ডিসেম্বর থেকে তিনি অনলাইনভিত্তিক ‘ই কাঁচাবাজার ডটকম’ খুলেছেন।
যেখানে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের টাটকা তরিতরকারি থেকে শুরু করে মাছ, মাংস, মশলা, তেল, ফলমূল ইত্যাদি পাওয়া যাচ্ছে।
এই ব্যবসায় সিয়াম একা নন, সঙ্গে রয়েছেন তার আরও তিন বন্ধু মাহাবুবে ইসলাম, মুহাইমিনুল ইসলাম, আবুল হাসনাত সোহাগ। যারা ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এই ব্যবসার পরিকল্পনা করেছিলেন।
বর্তমানে অনলাইনের এই কাঁচাবাজারভিত্তিক ব্যবসা রমরমা চলছে বলে জাগো নিউজকে জানান সিয়াম।
তিনি বলেন, ‘দিন যত যাচ্ছে মানুষ বাজারে গিয়ে বাজার করার আগ্রহ হারাচ্ছেন। কারণ এখানে সময় ব্যয় হয় অনেক বেশি। তাছাড়া এখন বাজারে অনেকসময় গুণগত পণ্য পাওয়া না। আমরা সেসব সরবরাহ করছি। অর্ডার করার সাথে সাথেই পৌঁছে দিচ্ছি।’
সিয়াম বলেন, ‘আলহামদুলিল্লাহ্, আমাদের অনলাইন কাঁচাবাজার খুব ভালো চলছে। যারা আমাদের এখান থেকে একবার বাজার করেছেন, তারা আমাদের নিয়মিত কাস্টমার হয়ে গেছেন।’
তিনি বলেন, ‘সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন স্যার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, কয়েকটি হল থেকেও নিয়মিত আমাদের এখান থেকে বাজার করছেন। এছাড়া রাজধানীর কয়েকটি বড় বড় রেস্তোরাঁয় আমাদের কাঁচাবাজার থেকে নিয়মিত পণ্য যাচ্ছে।’
সিয়ামের সঙ্গে তার তিন বন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠিত এই ই কাঁচাবাজারে বর্তমানে সাড়ে চার হাজারের বেশি পণ্য পাওয়া যাচ্ছে। এসব পণ্য সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থান থেক। আর সবজি ও মাছ ভোরেই আনা হয় রাজধানীর কারওয়ান বাজার আড়ত থেকে।
সিয়াম বলেন, ‘বাজারে যাওয়ার পর যা যা লাগে তার সবকিছুই রয়েছে আমাদের এখানে। মানুষের বিশ্বাস বাড়ছে আমাদের অনলাইন কাঁচাবাজের ওপর। সেজন্য নিয়মিত ক্রেতাদের সংখ্যা বাড়ছে। আমরা চেষ্টা করছি ক্রেতাদের সঠিক সেবা ও চাহিদা পূরণের জন্য।’
ই-কাঁচাবাজার ডটকম-এ সিয়াম দেখভাল করেন মার্কেটিং বিভাগ। তার বাকি বন্ধুরা দেখছেন অন্যান্য দিকগুলো।
সিয়ামের প্রতিষ্ঠান থেকে চাইলেই সারতে পারবেন নিত্যদিনের বাজার। এ জন্য ভিজিট করুন www.ekachabazar.com। ই-কাঁচাবাজার ডটকম-এর মোবাইল অ্যাপস (অ্যান্ড্রয়েড) ekachabazar। এছাড়া যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে +৮৮ ০২ ৫৫০১৩৩২২ নম্বরে।
এবার ঈদুল আজহা উপলক্ষে সিয়াম অভিনয় করেছেন অনেকগুলো নাটকে। তার ভাষায়, ‘সংখ্যা নয়, নাটকের মান বিচার করে অভিনয় করেছি। খুবই চমৎকার হয়েছে কাজগুলো। ঈদের প্রথমদিন থেকেই দর্শকদের রেসপন্স উপভোগ করছি।’