 
                                            
                                                                                            
                                        
ভোলার বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রাম থেকে ৫১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বুধবার (২৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- শশিভূষণ থানার উদয়পুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিজান (২৮) এবং বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের মো. শাকিল হোসেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।