গাড়ির মালিককে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে সনদ নেয়ার বিধান রেখে ‘রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭’এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে উবার, পাঠাও এর মতো স্মার্টফোন নির্ভর পরিবহনসেবার আইনি বৈধতা দিল সরকার।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশেই এই সেবা দেয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বর্তমানে ট্যাক্সিক্যাবের ভাড়ার জন্য যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ হবে। পাঠাও সার্ভিসের মতো মোটরসাইকেলের মাধ্যমেও এই সেবা দেয়া যাবে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই নীতিমালার শর্ত ভঙ্গ করলে সনদ বাতিলসহ প্রচলিত আইনে শাস্তি পাবে।