বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ হাজার শিক্ষকের পদ শূন্য

লেখক:
প্রকাশ: ৮ years ago

দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকদের শূন্যপদ ২২ হাজার ৫৬৭টি বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের মেধাতালিকাও আদালতে দাখিল করা হয়েছে।

রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এভিডেভিট আকারে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।