 
                                            
                                                                                            
                                        
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় ভ্যাটের আওতা মুক্ত থাকবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব কিছুই থাকবে ভ্যাট মুক্ত।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ করা হবে।