 
                                            
                                                                                            
                                        
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ১৪ দফা ইশতেহার ঘোষনা করেছেন একমাত্র নারী মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। নির্বাচনের মাত্র ৭ দিন পূর্বে মঙ্গলবার (২৪ জুলাই) বেলা ১১টায় ইশতেহার ঘোষনা করেন সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনিত ‘মই’ প্রতীকের ওই প্রার্থী। বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলে আনুষ্ঠানিকভাবে ঘোষিত ইশতেহারে শ্রমিক মেহনতী মানুষ এবং নগর উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি।
পাশাপাশি সিটি কর্পোরেশনকে সরকারের নিয়ন্ত্রনমুক্ত করে প্রকৃত স্ব-শাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং নগর সরকার প্রতিষ্ঠার জন্য জণগনকে সাথে নিয়ে ধারাবাহিক সংগ্রামের ঘোষনা দেন। তবে দায়িত্ব পালনে অসমর্থ হলে পদত্যাগ করে জণগনের মতামতের ভিত্তিতে পুনরায় নির্বাচনেরও ব্যবস্থা করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করেছেন তিনি।
ইসতেহার ঘোষনা’র পূর্বে মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেন, আমার নির্বাচনী ইশতেহার হল গরীব, মেহনতী, খেটেখাওয়া, অধিকার বঞ্ছিত, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ইশতেহার। আমরা নির্বাচিত হলে বরিশাল সিটি কর্পোরেশন হবে লুটপাট, দুর্নীতি মুক্ত ও অধিকার বঞ্ছিত মানুষের অধিকার আদায়ের সিটি কর্পোরেশন।
এদিকে সংক্ষিপ্ত আলোচনা শেষে বাসদ নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতেতে ১৪ দফা ইশতেহার ঘোষনা করেন মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে- কাউন্সিলর বাদেও জনগনের সমন্বয়ে নগর কাউন্সিল গঠন করা হবে,
সকল স্তরে দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, নগরবাসির জীবন মান এবং রুচি সংস্কৃতির উন্নয়ন ঘটানোর জন্য বিশেষ গুরুত্বারপ করা, ওয়ার্ড পর্যায়ে পাঠাগার, বিজ্ঞান ক্লাব, সাহিত্য ক্লাব, খেলার মাঠ নির্মানে বিশেষ উদ্যোগ নেয়া, মাদক-সন্ত্রাস-ইভটিজিং বন্ধ করতে জনগণকে সাথে নিয়ে সচেতনাতা বৃদ্ধি ও প্রতিরোধ আন্দোলনে বিশেষ গুরুত্ব দেয়া,
মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত নারী ও শিশুদের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেয়া হয়া, অধিকার বঞ্ছিত ও বর্ধিত এলাকার জীবন মান উন্নয়ন, বেকারত্ত দুরীকরনের বেকার তরুন ও যুবকদের উপযুক্ত প্রশিক্ষনের ব্যবস্থা করে বিদেশে নিরাপদ কর্মসংস্থানের উদ্যোগ নেয়, হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম বন্ধ করা,
খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে হিউম্যান ওয়েস্ট এবং সলিট ওয়েস্টকে সম্পদে পরিনত করা, প্রান্তিক জণগোষ্ঠি হিজড়া ও বেদে সহ সুবিধাবঞ্ছিত মানুষের সন্তানদের শিক্ষা ও তাদের বিনা মূল্যে শিক্ষা গ্রহনের সুযোগ সৃষ্টি এবং উপবৃত্তির ব্যবস্থা করা,
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সদর হাসপাতালকে আরো আধুনিকিকরন, সিটি কর্পোরেশনে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন নিশ্চিত করা, রিক্সা ও অটো সিটি কর্পোরেশন এলাকায় চলাচলের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করার বিশয়ে বিশেষ ব্যবস্থা, নগরীকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন করবেন বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, বাসদ নেত্রী ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জোহরা রেখা, বাসদ নেতা কমরেড আব্দুর রাজ্জাক, মো. আউয়াল, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।