 
                                            
                                                                                            
                                        
অন্যান্য বছরের ন্যায় রাজধানীতে চলতি বছরও নানামুখি আয়োজনে ‘বিশ্ব নাট্য দিবস-২০২৩’ পালন করা হবে। দেশের নাটকের অঙ্গনে বিশেষ অবদান রাখায় এ বছর বিশ্ব নাট্য দিবস সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ।
আজ (২৭ মার্চ) শিল্পকলা একাডেমিতে দিবসটি পালন করবে শিল্পকলা একাডেমি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদ। বিশ্বজুড়ে নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার জন্য এ দিবসটি পালন করা হচ্ছে।
আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মামুনুর রশীদসহ বিগত ৩ বছরে সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের সম্মাননায় ভূষিত করা হবে। বিগত ৩ বছরে নাট্য দিবস সম্মাননা পেয়েছেন—২০২২ সালে মান্নান হীরা (মরণোত্তর), ২০২১ সালে লিলি চৌধুরী (মরণোত্তর) এবং ২০২০ সালে মিলন চৌধুরী ও পরেশ আচার্য্য। মহামারির করোনার কারণে ৩ বছর তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়নি বলে জানা গেছে।
আজ বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে চারুকলা ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সন্ধ্যা ৬টায় জাতীয় চিত্রশালা প্লাজায় প্রীতি সম্মিলনীর পর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ব নাট্য দিবসের রীতি অনুযায়ী আলোচনা সভায় নাট্য দিবসের আন্তর্জাতিক বাণী পাঠ করা হবে। এতে প্রতিবছর আইটিআইর একজন বিশিষ্ট ব্যক্তিকে এটি দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। এ বছর মিসরীয় অভিনেত্রী সামিহা আইয়ুব ২০২৩ সালের বাণী দিয়েছেন।