বিশ্ব ইজতেমায় চুরি হওয়া ৪৯ মোবাইলসহ যুবক গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২ years ago

বগুড়ার শাজাহানপু‌রে পুলিশের বিশেষ অভিযানে ৪৯টি চোরাই মোবাইলসহ সোহাগ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ হোসেন বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আসা কিছু ধর্মপ্রাণ মুসল্লি ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৪৯টি মোবাইল চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করেছে এক চোর। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে শাজাহানপুর উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে ৪৯টি মোবাইলসহ সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বিষয়‌টি নিশ্চিত ক‌রে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’