 
                                            
                                                                                            
                                        
বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সভায় উপস্থিত প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলীদের সাথে আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য নির্দেশ প্রদান করেন বিএমপি কমিশনার ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) প্রলয় চিসিম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক সহ অন্যান্য কর্মকর্তারা ।