বিএনপি নেতা সোহেল ৫ দিনের রিমান্ডে

লেখক:
প্রকাশ: ৬ years ago

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বুধবার আদালতে হাজির করে নাশকতার এক মামলায় পুলিশ তাকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ জানুয়ারি রাজধানী ঢাকার হাইকোর্ট মোড়ে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করে। এ মামলায় সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় গুলশান এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

হাবিব-উন নবী সোহেল ওই হামলার মদদদাতা ছিলেন বলে আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামি সোহেলকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ।