 
                                            
                                                                                            
                                        
বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাকুটিয়া সড়কের শার্শী এতিমখানা নামকস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ স্টিল ব্রিজের স্যানিটারি ব্যবসায়ী মিজানুর রহমান ফজলু খলিফা (৪৫) বরিশাল শহর থেকে স্যানিটারী মালামাল নিয়ে অটোবাইক যোগে বাবুগঞ্জে ফেরার সময় পথিমধ্যে অটোবাইকটি খাদে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইকের নীচে পড়ে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত মিজানুর রহমান ফজলু উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিচর গ্রামের মৃত সোবাহান খলিফার ছেলে।