 
                                            
                                                                                            
                                        
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে ওই জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদারের সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীরু শামসুন্নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন,
প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক প্রমুখ।
এসময় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সফল ও জীবনযুদ্ধে বিজয়ী সংবর্ধিত ৫ জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং আর্থিক অনুদান প্রদান করেন অতিথিরা।