বানারীপাড়ায় ওসি সাজ্জাদহোসেন’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাজ্জাদ হোসেনের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় থানা চত্বরে ওসি (তদন্ত) মো. ফারুক খানের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক জুবাইর’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,বিদায়ী অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন,মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান,ট্রাফিক ইন্সপেক্টর সোহরাব হোসেন,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সহ-সভাপতি ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান,এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন মল্লিক.প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক,সাংবাদিক নজরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ওসি সাজ্জাদ হোসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক ফকরুল আলম,অধ্যক্ষ মাহমুদুল হাসান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক কামরুল ইসলাম সেলিম,সাংবাদিক এস এম গোলাম মাহমুদ রিপন,প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,কে এম শফিকুল আলম জুয়েল,সুজন মোল্লা,আনিছুর রহমান মিলন,ইলিয়াস শেখ ও রেজাউল ইসলাম বেল্লাল, সম্পাদক কাওসার হোসেন,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও শফিক শাহিন,সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী,কোষাধ্যক্ষ প্রভাষক মামুন আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন,সৈয়দকাঠি ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি বিশ^াস,পৌর যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী,সৃজন বন্ধু সংঘের প্রতিষ্ঠাতা ডা. সাগর চন্দ্র শীল ,মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতা তানভীর আহম্মেদ সিকদার বারেক প্রমূখ।প্রসঙ্গত বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ঢাকায় সিআইডিতে বদলী হয়েছেন। এদিকে মঙ্গলবার বিকেলে বানারীপাড়া লঞ্চ টার্মিনালে জনপ্রিয় এ ওসি’র বিদায় বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে তাকে বিদায় জানাতে গিয়ে সাংবাদিক সহ সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।এসময় অঝোর ধারায় তিনিও কাঁদেন।