 
                                            
                                                                                            
                                        
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ২০ নভেম্বর ২০২১ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন পেয়ারপুর ব্রীজের পূর্ব পার্শ্বে এর একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে ব্যাক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২০ নভেম্বর ২০২১ তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ জামাল শিকদার (৩৬), পিতাঃ মোঃ বাদল শিকদার,থানাঃ বাউফল ,জেলাঃ পটুয়াখালী বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৬.৭০ (ছয়শত সত্তর) গ্রাম গাঁজা এবং ০১ (এক)টি ১০০সিসি মোটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মুহাঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।