বরিশাল ব্যুরো ॥ বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। শনিবার (২২ মার্চ) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যার সত্যতা স্বীকার করেছেন বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।
নিহত তরমুজ ব্যবসায়ীর নামসাইফুল ইসলাম (৪২)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার খলারটেক এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, , বরিশাল থেকে তরমুজ বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ট্রাকটি র্দুঘটনার স্থান সংলগ্ন একটি তেলের পাম্প থেকে পেট্রোল নেওয়ার জন্য প্রবেশ করছিল। “এ সময় ভাঙারি বোঝাই আরেকটি ট্রাক তরমুজ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে তরমুজ বোঝাই ট্রাকটি সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।” তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুইটি ট্রাক আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।