 মাশরাফি বিন মর্তুজা
                                            
                                                মাশরাফি বিন মর্তুজা                                            
                                        
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয় পেয়েছে মুশফিক বাহিনী। টাইগারদের জয়ে উৎফুল্ল গোটা বাংলাদেশ।
উৎফুল্ল বাংলাদেশের লিভিং লিজেন্ড মাশরাফি বিন মর্তুজাও। মুশফিকদের জয়ে মাশরাফি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
লিখেছেন, তামিম ইকবাল ইউ আর ব্রিলিয়ান্ট, সম্ভবত বিশ্বের সেরা ওপেনার। তাইজুল গ্রেট বোলিং মেট, মিরাজ রক, মুশফিকুর রহিম একজন কার্যকরী অধিনায়ক, তাকে সবাই মাঠে খুব ভালভাবে সমর্থন দিয়েছে। কিন্তু একজন আছে যে এই আনন্দ মুহূর্তের সব উত্তরদাতা…. সাকিব আল হাসান তুমি একজন জীবন্ত কিংবদন্তি, যখন তুমি লড়াই কর, তখন তোমার মতো আর কেউ লড়াই করতে পারে না। তোমার জন্মই ২২ গজের জন্য।
জয় বাংলা এবং সবাইকে ঈদ মোবারক