বাংলাদেশের কাছে আত্রাইয়ের পানির হিস্যা চায় পশ্চিমবঙ্গ

লেখক:
প্রকাশ: ৭ years ago

তিস্তা চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই এবার আত্রাই নদীর পানির হিস্যা পেতে চাপ তৈরির চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশের কাছ থেকে আত্রাই নদীর পানির হিস্যা আদায় করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের বালুরঘাটের দিশারী সংকল্প নামক একটি সংস্থা। বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়নমন্ত্রীকেও এরই মধ্যে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আত্রাই নদী বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশে করেছে। এই নদীর পানি দিয়ে জেলার একটি বড় অংশের কৃষি জমিতে সেচের কাজ চলে।

দিশারী সংকল্প সংস্থার সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল বলেন, আত্রাই নদী ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত নদীগুলোর একটি। এটি দক্ষিণ দিনাজপুর জেলার লাইফলাইন। কিন্তু এখন বাংলাদেশের দিনাজপুর জেলার মোহনপুরের একটি বাঁধ নির্মাণের পর এর নাব্য কমে গেছে। পানি টেনে নেওয়ার ফলে নদীটি আজ মৃতপ্রায়।

বিষয়টি নিয়ে মোদির দপ্তর ছাড়াও বাংলাদেশের পরিবেশমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন তুহিন। তিনি বলেন, ‘গত ১৭ মে আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাই। পিএমওর সচিব (পাবলিক) অম্বুজ্জ শর্মা আমাদের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। আমি নিশ্চিত যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তা চুক্তির পক্ষে ধাপে ধাপে চেষ্টা করবেন। আমি আশা করি আমাদের উচিত, এর পাশাপাশি আত্রাই সমস্যা সমাধান করার চেষ্টা করা।’

তুহিনের দাবি, বাংলাদেশ আত্রাই নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করছে। বর্ষায় অতিরিক্ত পানি ভারতে সরবরাহ করছে। এর ফলে বন্যা হচ্ছে। অন্যদিকে গ্রীষ্মের সময় পানি ছাড়ছে না বলে নদীতে পানি থাকছে না।

পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের না জানিয়ে বাংলাদেশের ভেতরে ওই বাঁধ দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক নিয়মের বিরোধী। এ-সংক্রান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে। উনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন। আর আমি কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকেও জানিয়েছি।’