বাংলাদেশ সীমান্তে স্থলমাইন বসানোর খবরে ঢাকার উদ্বেগ

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা ঘেঁষে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর স্থল মাইন স্থাপনের খবরে উদ্বেগ জানিয়েছে ঢাকা। মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ উদ্বেগ জানানো হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও চলমান সেনা অভিযানের প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক মঞ্জুরুল করিম খান চৌধুরী এ বিষয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে প্রটেস্ট নোট দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেয়ার দাবি জানিয়েছে ঢাকা। নতুন করে রোহিঙ্গা সংকট শুরুর পর এ নিয়ে মোট চার বার মিয়ানমারের দূতকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয়।