‘নারী পুরুষ নির্বিশেষ-সমাজসেবায় গড়ব দেশ’- এই স্লোগানকে সামনে রেখে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। আজ সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালনে র্যালি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে র্যালিটি নগরীর গুরুত্বপূরর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি সড়কের সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় গিয়ে শেষ হয়। এর পরপরই সমাব সেবা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাব্বির ইমাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
আলোচনা সভা শেষে সমাজ সেবায় অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের ৭ জন কর্মকর্তাসহ লেখাপড়ায় ভালো ফল করায় জেএসসি ও পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন ছাত্র-ছাত্রীর মাঝে সম্মাননা ক্রেস্ট দেন অতিথিবৃন্দ।