বরিশালের মেহেন্দিগঞ্জে গুজব, মিথ্যাচার, ডেঙ্গু মশা প্রতিরোধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি আঙ্গিনা, সবাই মিলে সুস্থ থাকি মশক নিধনে কাজ করি’ এই স্লোগান নিয়ে আজ ৬ আগস্ট দুপুর ১ টায়। মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। গুজব, মিথ্যাচার, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এবং ডেঙ্গু বাহি মশা এর বিস্তার রোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বরিশাল ৪ আসন হিজলা-মেহেন্দিগঞ্জ, পংকজ নাথ (এমপি)।
মূখ্য আলোচক, জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ, দীপক কুমার রায়।বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ মেহেন্দিগঞ্জ, মোঃ মুনসুর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মেহেন্দিগঞ্জ, মোঃ খোরশেদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মেহেন্দিগঞ্জ, রওমান বিনতে শফিকুল ইসলাম রুমানা, ওসি মেহেন্দিগঞ্জ, আবেদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ও বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা গুজব, মিথ্যাচার, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এবং ডেঙ্গু বাহি মশা এর বিস্তার রোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকলের প্রতি দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
একই দিনে উলানিয়া নদী ভাঙ্গন পরিদর্শন করেন। এরপর উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজে খেজুরের বিচ রোপন করেন। পরে ৪নং উলানিয়া ইউনিয়ন এর আশে, উলানিয়া ও যাদুয়া গ্রামের ১০৪ টি নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য বরিশাল ৪ আসন হিজলা-মেহেন্দিগঞ্জ, পংকজ নাথ (এমপি)। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।