বরিশালের মেহেন্দিগঞ্জে ঘূর্নিঝড় ফনির আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেণ নৌ-বাহীনির প্রতিনিধি টিম। গত শুক্রবার ও শনিবার ঘূর্নিঝড় ফনির প্রভাবে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় উপজেলার উলানিয়া গোবিন্দপুর মেঘনা নদীর পাড় সহ নিুাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ফসলি জমি সহ বাড়ি-ঘর ও গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
রবিবার দুপুরে ওইসব এলাকার ক্ষতিগ্রস্থ ৫শ পরিবারের মাঝে উলানিয়া করনেশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নৌবাহিনীর প্রতিনিধি টিম ত্রাণ সামগ্রী বিতরণ করেণ। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় গণমাধ্যম কর্মীকে জানান, উলানিয়া এবং গোবিন্দপুর ইউনিয়নে ঘূর্নিঝড় ফনির আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, চিনি, তৈল, মুড়ি, চিরা সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, ত্রান সামগ্রী নিয়ে আসা নৌবাহিনীর টিমের সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।