বরিশালে বাজার রোডে অভিযানে ১০ টন পলিথিন জব্দঃ ০২জনকে জেল জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ গতকাল ১৩ ফেব্রুয়ারি দুপুর ১ টায় বরিশাল নগরীর বাজার রোডস্ত হাটখোলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।
ভ্রাম্যমান আদালতের অভিযানে আরো উপস্থিত ছিলেন মোঃ রাশেদ হাসান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পরিদর্শক পরিবেশ অধিদপ্তর, এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ ও র‌্যাব-৮ এর সদস্য বৃন্দ। এ ছাড়াও অভিযানে সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা।
বরিশাল বাজার রোডস্ত হাটখোলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় রাম সাহা ও কৃষ্ণ সাহার একটি গুদাম থেকে ৩ (তিন) টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন গুদামে মজুদ রাখার দায়ে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধন-২০১০) এর ৬ক(খ) ধারায় রাম সাহাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় একই অপরাধে কৃষ্ণ সাহাকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। হাটখোলা এলাকায় আরো অভিজান চালিয়ে কাঞ্চনের গুদাম ঘর হতে ২ (দুই) টন এবং মোঃ ইব্রাহিম হোসেন এর গুদাম ঘর হতে ৫ (পাঁচ) টন মোট ১০ (দশ) টন অবৈধ পলিথিন জব্দ করা হয়।
এসময় ঘটনাস্থলে গুদামের মালিককে পাওয়া যায়নি। তিনটি গুদামে বিভিন্ন ধরনের পলিথিন পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে ১০ টন পলিথিন পাওয়া গেছে যার অনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত পলিথিন বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর এর জিম্মায় প্রদান করা হয়েছে।