বরিশালের নতুন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

জাকারিয়া আলম দিপু:: দেশের ১২ জেলায় পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল, মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা,  গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলায় ১২ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।

বরিশালের নতুন পুলিশ (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ বেলায়েত হোসেন, যিনি বর্তমানে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরায় কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে কর্মরত আছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের মধ্যে বরিশালসহ ১০ জেলার পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি এবং বরিশালসহ ১২ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার পদে বেলায়েত হোসেন স্থলাভিষিক্ত করার পাশাপাশি বর্তমান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম,বিপিএম, ,বরিশাল রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অহেদুল ইসলাম ২০২২ সালের ২৮ আগস্ট পুলিশ সুপার হিসেবে বরিশালে যোগদান করেন।