বরিশালে ৬ মামলার আসামি বেদে পল্লীর স্বপন ইয়াবাসহ গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৪ years ago

মাদক, প্রতারনা ও ছিনতাইসহ ৬টি মামলার আসামি মাদক বিক্রেতা বেদে স্বপন হাওলাদারকে (৪৫) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

 

স্বপন হাওলাদার বরিশালের গৌরনদী উপজেলার টরকীচর পৌর এলাকার ২নং ওয়ার্ডের বেদে পল্লীর বাসিন্দা জয়নাল হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক, প্রতারনা ও ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে।

 

 

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টরকীচর এলাকায় অবিযান চালায় এসআই সুশান্ত কুমার সঙ্গীয় ফোর্স এসআই খায়রুল আলম, এএসআই ফারুক হোসেন, এএসআই পিনাকি সিকদারকে নিয়ে অভিযান চালায়।

 

এ সময় টরকীচর জনৈক হারুন ফকিরের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বেদে পল্লীর একাংশের সর্দার মাদক স¤্রাট স্বপন হাওলাদার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ ধাওয়া করে আটকের পর স্বপনের দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

 

এ ঘটনায় থানার এসআই সুশান্ত কুমার বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় আদালতে প্রেরন করে।

 

পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান আরো জানান, গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে গৌরনদী, ভোলার চরফ্যাশনসহ দেশের বিভিন্ন থানায় ৬টি মামলা বিচারাধীন রয়েছে।