বরিশালে ২০০ কেজি ইলিশসহ ৩ জেলে আটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অভিযোগে বরিশাল জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩ জন জেলেকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। এসময় ২০০ কেজি ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও মৎস্য অধিদফতর যৌথভাবে কীর্তনখোলা ও আড়িয়াল খা নদীতে এই অভিযান পরিচালনা করে।

আটক জেলেরা হলেন, সদর উপজেলার চরবাড়িয়া এলাকার পিন্টু ভূঁইয়া, লামছড়ি এলাকার কবির হাওলাদার ও রাজু মিঞা।

জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, মা ইলিশ শিকারের অভিযোগে ৩ জেলেকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ২০০ কেজি ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল। দুপুরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক অপু ৩ জেলেকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানায় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

প্রসঙ্গত, ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় গত ৩০ সেপ্টেম্বর রাত ১২টা ১মিনিট থেকে ২২ দিন দেশের অভ্যন্তরীণ নদ-নদীর ১১ হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এই সময় ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।