বরিশালে হামলা-ভাঙচুরের ঘটনায় জাতীয় পার্টির সভাপতি আটক

লেখক:
প্রকাশ: ৩ years ago

সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা গ্রামে হামলা ভাঙচুরের ঘটনায় বরিশাল সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন হাওলাদারকে বন্দর থানা পুলিশ আটক করেছে।

রোববার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে বন্দর থানার এস আই সজল তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।

ভুক্তোভুগি ও এজহার সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের চর আইচা গ্রামের আনন্দ বাজার এলাকায় গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় সন্ত্রাসীদেরকে নিয়ে অন্যের ক্রয়কৃত জমি দখলের চেস্টা চালায় বরিশাল সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন।এসময় জমির ক্রয়কৃত প্রকৃত মালিক আসমা আক্তারের ১০ শতাংশ জমির সীমানা প্রাচীর দেয়াল ও ২টি পাকা দোকান ঘর ভেকু দ্বারা ভেঙ্গে সকল মালামাল ট্রাক ভরে নিয়ে চলে যায়।

দোকান ভাঙচুর করার প্রতিবাদ করতে গেলে ভুক্তভুগী মোসাঃ আসমা আক্তার (৩৫) ও মোঃ জসিম উদ্দিন খান (৪২) কে পিটিয়ে আহত করে জয়নাল আবেদিনের ভাড়াটে সন্ত্রাসীরা।পরবর্তীতে আহত অবস্থায় মোসাঃ আসমা আক্তার ও জসিম উদ্দিনকে উদ্ধার করে শেবাচিম হাঁসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী আসমা আক্তার বলেন, দীর্ঘদিন যাবত মৃত আরব আলী হাওলাদের পুত্র জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন,আব্দুর রাজ্জাকের পুত্র সাবু মোল্লা ও তাদের সহযোগীরা ৭নং চরকাউয়া ইউনিয়নের চর আইচা গ্রামের আনন্দ বাজার এলাকায় ২০০৭ সালে ৭৩৮৮ দলিলের, ২৯৯২ খতিয়ান এবং ৯০৪ হোল্ডিং এর আমাদের ক্রয়কৃত ১০ শতাংশ জমি দখলের বিভিন্ন কুটকৌশল চালিয়ে আসছিলো। এ নিয়ে আমাদের পরিবারকে ভয়ভীতি প্রদানসহ হত্যা ও গুম করার মত হুমকি প্রদান করেও ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে জয়নাল আবেদিন ও তার সহযোগীরা।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জয়নাল আবেদীন হাওলাদারের নেতৃত্বে প্রায় ১৫-২০ জনের একটি সশস্ত্র বাহিনী দেশীয় অস্ত্র ও ভেকু নিয়ে আমার সম্পত্তির উপর ভাংচুর ও আমাদের পরিবারের উপর হামলা চালায়। এতে আমি সহ আরও ২-৩ জন আহত হয়েছি।

এঘটনায় আসমা আক্তার বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের নাম সহ বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় আসমা আক্তার একটি মামলা দায়ের করেছেন, তারই ধারাবাহিকতায় আমাদের পুলিশ সদস্যরা মামলার প্রধান আসামি জয়নাল আবেদীনকে গত এওববার রাতে আটক করে সোমবার তাকে আদালতে প্রেরণ করেছি।বাকি আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।