বরিশালে হত্যার চেষ্টায় বৃদ্ধাকে রক্তাক্ত ॥ আটক ১

লেখক:
প্রকাশ: ৫ years ago

নগরীর নবগ্রাম রোড রুইয়ার পোল এলাকায় সন্ত্রাসীদের কোপে রক্তাক্ত নাজিমউদ্দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

 

আজ মঙ্গলবার সকাল ৯ টায় রুইয়ার পোল এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন। আহত নাজিমুদ্দিন ২২ নং ওয়ার্ড রুইয়ার পোল এলাকার মৃত মেছের উদ্দিনের ছেলে।

 

আহতের ছেলে মিরাজ উদ্দিন জানান, রুহিয়ার পোল এলাকায় মিরাজ ও তার বড় ভাই মহিউদ্দিনের ৩০ শতাংশ জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে এলাকার ভূমিদস্যু মৃত আলাউদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন ও তার সহযোগীরা।

 

এ নিয়ে প্রায় সময় গিয়াস ও তার সহযোগীরা মিরাজের পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ হত্যার হুমকি দিচ্ছে।

 

ঘটনার দিন গিয়াস ও তার ছেলে সাইফুদ্দিন, সহযোগী রশিদ মহরির ছেলে বাসার খানসহ ১৫-২০ জন সন্ত্রাসী জমি দখল করতে ট্রাক দিয়ে ঐ জমিতে বালি ফেলে।

 

ওই সময় মিরাজের বাবা নাজিম উদ্দিন বাধা দিলে গিয়াস সহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে যায় । একপর্যায়ে গিয়াস উদ্দিন সাইফুদ্দিন, সন্ত্রাসী বাশার, সহ অন্যান্য অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নাজিম উদ্দিনকে হত্যার চেষ্টায়  লোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।

 

তাকে বাঁচাতে স্ত্রী রুবিনা বেগম ও পুত্রবধূ নারজু বেগম আসলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়। এছাড়া তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়।

 

স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে এদের মধ্যে গুরুতর নাজিমউদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাহেদ জানান, নাজিমুদ্দিনের মাথায় বড় ধরনের মারাত্মক জখম রয়েছে, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, সিটি স্ক্যান রিপোর্ট এর পরে দেখা যাবে অবস্থা খারাপ হলে ঢাকা রেফার করা হতে পারে।

 

প্রকাশ্যে হত্যা চেষ্টা ঘটনায় রুইয়ের পোল এলাকা পরিদর্শন করেন কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মোঃ রাসেল, ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ সহ পুলিশ সদস্যরা।

 

ঘটনাস্থল থেকে হামলার ঘটনায় গিয়াস উদ্দিনকে আটক করে থানায় সোপর্দ করেন। এ ঘটঘনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।