 
                                            
                                                                                            
                                        
বরিশালের ইয়াবাসহ সিনিয়র আইনজীবী শেখ জিয়াউর রহমান রুমিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। ইয়াবা বিক্রয় কালে ইয়াবাসহ তাকে আটক করে কোতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন আহম্মেদ (পিপিএম)।
কোতয়ালী হডেল থানার এসআই মহিউদ্দিন জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিনিয়র আইনজীবী শেখ জিয়াউর রহমান রুমিকে ১৪ পিচ ইয়াবাসহ আটক করি। এসময় গ্রেফতার এরাতে পুকুরে ঝাপ দেয় এ্যাডভোকেট রুমি। তখন আমি নিজেও পুকুরে ঝাপিয়ে পরে রুমিকে আটক করতে সক্ষম হই।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সি এনবি ১ নং পুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় অভিযান টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি আইনজীবী শেখ জিয়াউর রহমান রুমির। দির্ঘদিন যাবত জুয়ার আসর ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন রুমি, ইতিপূর্বে জুয়ার আসর থেকে একাধীক বার আটক হয় রুমি।
আটককৃত আইনজীবী শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে এস আই মহিউদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তার কাছ থেকে ১৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।