
বরিশাল | শুক্রবার, ২৮ নভেম্বর:: বরিশালে সাংবাদিকের ওপর হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুমকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।
২১ নভেম্বর তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যান মাসুম। এসময় তার সহযোগীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনার তিন দিন পর পুলিশ তাকে ফের গ্রেফতার করে আদালতে পাঠায়।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী—
গত বছরের ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন মাসুম
এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক বিক্রি, ছিনতাই–সহ একাধিক অভিযোগ রয়েছে
তার বিরুদ্ধে বহু মামলা চলমান
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন—
“মাসুম বর্তমানে মাদকসহ তিনটি মামলায় কারাগারে রয়েছেন। এর আগেও গ্রেফতারের সময় পুলিশের হাতে কামড় দিয়ে পালানোর ঘটনা ঘটিয়েছিলেন।”
গত মার্চে বরিশাল আদালত এলাকায় দুই ফটো সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাওলাদার মাসুমসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মামলা দায়ের করলেও এখনো প্রভাবশালী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।