বরিশালে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

লেখক:
প্রকাশ: ১২ মাস আগে

বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান।

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগান নিয়ে আজ ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১ টার জেলা প্রশাসন বরিশাল ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে। আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং জয়িতা অন্বেষণে বাংলাদেশ জেলা ও সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা দের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রফেসর শাহ সাজেদা, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল মেহেরুন নাহার মুন্নিসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়ীতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে অতিথিরা বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় ৫ জন ও সদর উপজেলায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ীতা মোসাঃ আফসানা হক তুলি, বরিশাল সদর।

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মোসা সেলিনা আকতার, উজিরপুর। সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা শাহানারা বেগম, উজিরপুর।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী প্লাবনী ইয়াসমিন, বরিশাল সিটি কর্পোরেশন। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জয়িতা জাকিয়া বেগম, বাবুগঞ্জ।


এছাড়া বরিশাল সদর উপজেলায় শ্রেষ্ঠ ৫ জন নারী জয়ীতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়িতা মোসা: আফসানা হক তুলি, রায়পাশা কড়াপুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা সোবিয়া আক্তার সাঈদ, শায়েস্তাবাদ, সফল জননী নারী৯ জয়িতা রুমা বেগম, কাশিপুর, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী জয়িতা তামান্না আক্তার নিপা, কাশিপুর, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী জয়িতা ফিরোজা বেগম, কাশিপুর।

জেলা এবং উপজেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।