বরিশালে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যকার যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৮ অক্টোবর সোমবার বিকাল সোয়া দুই টার সময়, শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এবং বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যকার ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনায়, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থার বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, ম্যাচ রেফারি সাবেক ক্রিকেটার, রকিবুল হাসান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সহ-সভাপতি বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল, মোঃ আসাদুজ্জামান খসরু। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের ক্যাপটেন, অমিত হাসান, শ্রীলঙ্কা অনুর্ধ ১৯ ক্রিকেট দলের ক্যাপটেন, নিপুন ফেনান্ডোসহ বিসিবির কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে দুপুর আড়াই টায় উভয় দলের খেলা মাঠে গড়ায়। এদিকে টসে জিতে শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য গত ২৬ তারিখ ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। আজ তৃতীয় দিনে খেলার উদ্বোধন হয় এবং মাঠে বল গড়ায়। এখন পর্যন্ত খেলার ফলাফল শ্রীলঙ্কা দল ২৩ ওভারে ৩ উইকেটে ৯৩ রান সংগ্রহ করেন।