বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কঠোরতার কারণে সুন্দরবনের একের পরে এক জলদস্যু বাহিনী আত্মসমর্পণের পথ বেঁচে নিয়েছে। অবশ্য ওই আত্মসমর্পণের মধ্যদিয়ে অনেকে সুস্থ স্বাভাবিক জীবনেও ফিরেছে। এক্ষেত্রে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও পেয়েছে।
এবার স্বাভাবিক জীবনের ফেরার আকুতি জানিয়ে সুন্দরবনের তিনটি ভয়ানক দস্যু বাহিনী বরিশাল র্যাবের ডাকে সাড়া দিয়েছে। বড় ভাই, সুমন ও ‘ভাই ভাই’ বাহিনী নামে পরিচিত এই তিনটি বাহিনীর অন্তত ৫০ জন সদস্য মঙ্গলবার তাদের অস্ত্র তুলে দিতে চায়। কিন্তু এক্ষেত্রে তারা জীবনের নিশ্চয়তা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সার্বিক সহযোগিতাও চেয়েছেন।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স সোমবার জানিয়েছেন- তিনটি বাহিনীকে বুঝিয়ে শুনিয়ে বাগে আনতে সক্ষম হয়েছেন। তিনটি বাহিনীর অর্ধশত সদস্য মঙ্গলবার দুপুরে বরিশাল র্যাব অফিসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিবেন। এর আগে একইভাবে আরও ১৪টি ভয়ানক বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করাতে সক্ষম হয়েছিল বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।