 
                                            
                                                                                            
                                        
বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম কারফা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
গতকাল ১৬ জুলাই বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল র্যাবের মিডিয়া গ্রুপে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাবের দেয়া খুদেবার্তায় আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল উজিরপুর উপজেলার পশ্চিম কারফা এলাকায় অভিযান চালায় এসময় ১ কেজি ৬শত গ্রাম গাঁজাসহ শুকদেব বাড়ৈ নামের একজনকে আটক করে।
আটককৃত’র বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।