করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে তারি ধারাবাহিকতায় আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। বরিশালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন, লকডাউন কার্যকর করা এবং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মহানগরের সদর রোড, নথুল্লাবাদ, কাশিপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।এ সময় পণ্যের মুল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়। আইনশৃংখলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করা এবং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা। তিনি মহানগরের বটতলা, বাংলা বাজার, রুপাতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
এ সময় পণ্যের মূল্য তালিকা না থাকায় ও স্বাস্থ্যবিধি না মানায় ২ ব্যক্তি ৩ প্রতিষ্ঠানকে ১,৬০০ টাকা জরিমানা করা হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকর করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।
এ সময় স্বাস্থবিধি না মানায় ৫ জন ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১,৫০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।